|
---|
আজিজুর রহমান : গলসির পুরসা জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নতিকল্পে এক বিরাট ঐতিহাসিক জলসার আয়োজন করা হল। মঙ্গলবার সন্ধার পর পুরসা ডিভিসি মোড়ে মাদ্রাসার সংলগ্ন মাঠে ওই জলসার আয়োজন করা হয়। যেখানে এলাকার বিভিন্ন গ্রামের প্রায় দশহাজার ধর্মপ্রাণ মানুষ যোগদান করেন। শুরুতেই হাফিজ ক্কারী ও মাওলানা খালিদ সাহাবের সুমধূর কন্ঠের কেরাত পাঠের মধ্য দিয়ে জলসার সুচনা করা হয়। তারপরই মাদ্রাসার তালেব-ই-ইলমদের নাত পাঠের মধ্য দিয়ে জলসার মাধুর্ষ বৃদ্ধি করা হয়। সাথে সাথে মাদ্রাসার তিনজন হাফিজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়। তারপরই বিভিন্ন খ্যাতিনামা বক্তা কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে দেশ তথা বিশ্বশান্তির জন্য দুয়া করে জলসার সমান্তি ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, দারুল উুলুম দেওবন্দের ওস্তাজে হাদিস আল্লামা হাফিজ ক্কারী মাওলানা মুফতি মহম্মদ ইউসুফ সাহেব। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন পুরসা জামে মসজিদের পেস ইমাম মিনারুদ্দিন সাহেব।