গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী এরুয়ার উদয়াচল ক্লাব

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা খেলার আজ পঞ্চম দিন। গত ইংরেজী ৫ ই নভেম্বর পুরসা ডিভিসি সংলগ্ন খেলার মাঠে ওই খেলার সুচনা হয়। মরহুম হাজী আজাহার আলি মন্ডল ও মরহুম ওসমানী গোনির স্মৃতি উদ্দ্যেশে ওই ট্রফি টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে এলাকার ষোলটি দল অংশগ্রহণ করে। পঞ্চম দিনের খেলায় আজ বর্ধমান ইউনিভার্সিটি ও এরুয়ার উদয়াচল ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধের ২০ মিনিটে বর্ধমান ইউনিভার্সিটির খেলোয়াড় সুর্য বেসরা প্রথম গোল করেন। এরপরই এরুয়ার উদয়চল ক্লাবের খেলোয়াড় অমিত দত্ত ২২ মিনিটে সেই গোল পরিশোধ করে খেলার সমতা ফেরান। তবে তারপর ২৯ মিনিটে এরুয়ার এর খেলোয়াড় সুব্রত মান্ডি একটি গোল করেন। তারপরই প্রথম অর্ধের খেলা শেষ হয়। দ্বিতীয় অর্ধের ৩৯ ও ৫৯ মিনিটি অমিত দত্ত পরপর দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এদিনের খেলায় এরুয়ার উদয়াচল ক্লাব ৪-১ গোলে জয়লাভ করে। এদিন খেলার মাঠে  উপস্থিতি ছিলেন, স্থানীয় স্কুলের শিক্ষক আবুবক্কর খান, সাইফুদ্দিন মল্লিক, তেঁতুলতুড়ি তরুন সংঘের সম্পাদক সাইফুল হক সহ অনেকে।