|
---|
আজিজুর রহমান : গলসির পুরসাতে জয়নাল মন্ডল স্মৃতি ট্রফি টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। গত ১৭ ই নভেম্বর পুরসা গ্রামের ডিভিসি সংলগ্ন মাঠে ওই খেলার আয়োজন করেন পুরসা অগ্রগামী যুব সংঘ।। এদিনের খেলায় ভীরসিং বিদ্যাসাগর স্মৃতি সংঘ ও কোটা সুমন্ত একাদশ নামের দুটি ক্লাব মুখমুখি হয়। খেলার টানটান উত্তেজনা থাকায় বেশ আনন্দ উপভোগ করেন এলাকার বহু ফুটবল প্রেমী মানুষরা। এদিনের খেলায় কোটা সুমন্ত একাদশ প্রথমে একটি গোল করলে দ্বিতীয় হাপে শুরুতেই সেই গোল পরিশোধ করে দেয় ভীরসিং বিদ্যাসাগর স্মৃতি সংঘ। খেলার শেষে ট্রাইবেকারে জয়ী হয় ভীরসিং বিদ্যাসাগর স্মৃতি সংঘ।