গলসির সুন্দলপুরে ক্রিকেট খেলায় জয়ী বিল্লগ্রাম

আজিজুর রহমান, গলসিগলসির সুন্দলপুর গ্রামে চ্যাম্পিয়ন ট্রফি রানিং ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে জয়ী হল বিল্লগ্রাম আকাশ একাদশ। জানতে পারা গেছে, সুন্দলপুর ক্রিকেট টিমের উদ্দ্যোগে ৪ ঠা জানুয়ারী খেলাটির সুচনা হয়। যেখানে মোট ষোলটি দল অংশ গ্রহন করে। এদিন ফাইনালে বিল্লগ্রাম আকাশ একাদশ ও বর্ধমান প্যান্থার মুখোমুখি হয়। বিল্লগ্রাম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে গিয়ে বর্ধমান প্যান্থার ১৫ ওভার ৫ বলে ১০ টি উইকেটে হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। তারপর বিল্লগ্রামের খেলোয়াড়রা ১৩ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। ফলে ৬ ইউকেটে জয়লাভ করে বিল্লগ্রাম। বিজয়ী দলকে নগদ ২০,০০০ টাকা ও বিজয়ী ট্রফি ও বিজীত দলকে ১৫,০০০ টাকা ও বিজীত ট্রফি প্রদান করা হয়। এদিনের খেলায় ম্যান অফদা ম্যাচ হন বিল্লগ্রামের খেলোয়াড় সম্পদ ধারা। ম্যন অফদা সিরিজ হন সতীস কুমার রাম। সেরা ব্যাটসম্যান হন বর্ধমানের পলাশ সরকার। এদিন ম্যাচের শেষে অনুষ্ঠান মঞ্চে থেকে প্রত্যেক খেলার ম্যান অফদা ম্যাচ ও এদিনের খেলার সকল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। তাছাড়াও বেস্ট কিপার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, সেরা দর্শক ও অ্যাম্পিয়ারদের পুরস্কৃত করা হয়।