গলসিতে আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আজিজুর রহমান,গলসি : আবাস যোজনার তদন্ত করতে গলসিতে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি একটি দল। এদিন তারা গলসি ১ নং ব্লকে বুদবুদ পঞ্চায়েতের ভীরসিং এবং উচ্চগ্ৰাম পঞ্চায়েতের হরিপুর গ্ৰামে আসেন। সাথে ছিলেন গলসি ১ নং ব্লকের বিডিও দেবলীনা দাস ছাড়াও জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন ওই দল গ্ৰামে গিয়ে কারা কারা বাড়ি পেয়েছেন, কাদের নাম বাদ গেছে তা সরেজমিনে খতিয়ে দেখেন। প্রতিনিধিদল সরাসরি প্রকল্পের উপভক্তাদের সাথে কথাও বলেন। উপভক্তাদের কাছে জানতে চান কেন তারা বাড়ি করতে পারেননি। তাছাড়াও বাড়ির আয়ের উৎস কি এরকম বেশ কিছু প্রশ্ন করেন। বেশকিছু বাড়িতে গেয়ে তদন্ত করে অবশেষে তারা ফিরে যান। এর মধ্যেই হরিপুরের গ্রামবাসীরা ব্লকের বিডিও দেবলীনা দাসকে তাদের গ্রামের রাস্তাটি সারাইয়ের আবেদন জানান। বিডিও দেবলীনা দাস তা সারাই করার আশ্বাস দেন। এদিকে বহু মানুষ আবাস যোজনার বাড়ি পেলেও এলাকার বেশকিছু গ্রামে বহু গরীব মানু‌ষের আবাস তালিকায় নাম আসেনি বলে জানা গেছে।