|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে সাংগঠনিক সভা করলো জামিয়াতুল আইমা অল উলামা তথা পশ্চিমবঙ্গ রাজ্য ইমাম ও উলামা পরিষদ নামক একটি সংগঠন। এদিন সকালে গলসির বুঁইচা মসজিদে ওই সভার আয়োজন করা হয়। গলসি এলাকায় ৫০ অধিক মসজিদের ইমামরা সভায় অংশগ্রহণ করেন। আগামী দিনে সংগঠনকে কি ভাবে আরও শক্তিশালী করা যাবে মূলত সেই উদ্দেশ্যেই ওই সভার আয়োজন। পাশাপাশি যে সব ইমামরা এখনো পর্যন্ত ইমাম ভাতা থেকে বঞ্চিত, তাঁরা কিভাবে ইমাম ভাতা পাবে, সেই বিষয়েও আলোচনা করা হয়। সভা শেষে সংগঠনের সকল সদস্যদের হাতে একটি করে সাদা লুঙ্গি তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক তথা জেলা ইমাম সেখ সামসের আলম জানান, এদিনের বৈঠক থেকে আগামীর কর্মসুচি নিয়ে আলোচনা হয়েছে। সংগঠন জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি ইমামদের ভাতা সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়েও আলোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন, গলসি ১ ও ২ ব্লকের সংগঠনের সম্পাদক মৌলানা রহমত আলি ও সভাপতি মৌলানা ইমামুম মুবিন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজি মহবুবুল হক, সেখ ফিরোজ আহম্মেদ সহ এলাকার মসজিদের পেস ইমামরা।