|
---|
আজিজুর রহমান, গলসি : গলসিতে ১২ টি অবৈধ্য বালি বোঝায় ট্রাক্টর বাজেয়াপ্ত করলো গলসি থানার পুলিশ। ট্রাক্টর উদ্ধার হলেও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, গলসির তিরিঙ্গা মোড় থেকে ওই ট্রাক্টর গুলি বাজেয়াপ্ত করা হয়। সুত্র মারফৎ খবর পেয়ে গলসির তিরিঙ্গা মোড়ের কাছে একটি সিমেন্টের মশলা প্রস্তুত কারী সংস্থার বাইরে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় ১২ টি অবৈধ্য বালি বোঝাই ট্রাক্টর। তবে পুলিশ পৌছানোর আগেই ঘটনাস্থলেই ট্রাক্টর ফেলে পালিয়ে যায় ট্রাক্টরের চালকরা। উদ্ধার হওয়া ট্রাক্টর গুলির বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এদিকে বেশ কয়েকদিন ধরে ট্রাক্টর নিয়ে বালি চুরির অভিযোগ উঠেছিল গলসি এলাকায়। একদল অবৈধ্য বালি ব্যবসায়ী গলসি-গোহগ্রাম ও পারাজ-শিল্যাঘাট রাস্তার ধারে দ্বিগুন দামে বিক্রি করছিল বলে অভিযোগ উঠেছিল। তাদের প্রয়োজনীয় বালি সরবরাহ করতে এলাকার অসংখ্য ট্রাক্টর। তখন থেকেই গোপনে নজরদারি শুরু করেছিল গলসি পুলিশ। নজর রাখা হচ্ছিল এলাকার বিভিন্ন জায়গা ও মোড় গুলিতে। গতকাল রাতে বিশেষ সুত্রে খবর পেয়ে তিরিঙ্গা মোড়ের কাছে একসাথে ১২ টি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।