|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের জুজুটি ও কেটনা গ্রামের মাঝে বাঁকার জল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ। স্থানীয়রা, মৃতদেহটি বাঁকার জলে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানাই, গত কাল সন্ধা নাগাদ একটি গাছের ডালে আটকে ছিল মৃতদেহটি। জল বেশি থাকায় প্রথমে তারা বুঝে উঠতে পারেননি। আজ বেলা নাগাদ জল নামলে ওখনই মৃতদেহটি জনসম্মুখে আসে। তারাই খবর দেয় পুলিশে। স্থানীয়দের প্রাথমিক অনুমান মৃতদেহটি জলে ভেসে এসেছে ওই এলাকায়। মৃতদেহ পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে গলসি থানার পুলিশ।