|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির মানিক বাজার মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাউদাউ করে গাড়িতে জ্বলছে আগুন। ঘটনায় মৃত্যু হয় এক বাইক চালক ও তার আরোহীর। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তাদের কমবেশি একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, একটি বাইকে দুইজন চড়ে ঝাড়ুল গ্রাম থেকে জাতীয় সড়ক ক্রস করে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে প্রথম লেন পেরিয়ে তারা মাঝখানে না দাড়িয়ে দ্বিতীয় লেনে নেমে পরে। ফলে বর্ধমান থেকে দুর্গাপুর গামী একটি বারো চাকা ডালাবড়ি গাড়ি তাদের ধাক্কা মারে। গাড়িটির গতি বেশি থাকায় বাইকটিকে বেশ কিছু দুরে ছেঁচড়ে নিয়ে যায়। ওই সময় মোটর বাইকের দুইজনই রাস্তায় পরে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানান পত্যক্ষ্যদর্শীরা। ঘর্ষণের কারনে ক্ষনিকের মধ্যেই গাড়ির নিচে থাকা বাইকে আগুন লেগে যায়। সেই আগুন পৌছে যায় ডালাবডি গাড়িটিতে। দাউদাউ করে জ্বলতে থাকে বাইক সহ ডালাবডি গাড়িটি। খবর পেয়ে গলসি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারাই খবর দেয় দমকলে। পাশাপাশি মরদেহ তুলে বর্ধমান মেডিকেল কলেজে ময়না তদন্তে পাঠায় পুলিশ। দমকলের প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।