গলসিতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল ভারতীয় জাতীয় কংগ্রেস

আজিজুর রহমান,গলসি : বিদ্যুৎ দপ্তরের গলসি কাস্টোমার কেয়ার সেন্টারের সামনে মাইক হাতে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের গলসি ২ ব্লকের উদ্যোগে এলাকার বেলগ্রাম, সাটিনন্দী, শিড়রাই ও গলসির কমবেশি একশো জন মানুষ স্থানীয় বিদ্যুৎ দপ্তরের সামনে হাজির হন। তাদের দাবী বিদ্যুৎ এর বিল মিটিয়েও তারা পরিমাণ মতো ভোল্টেজ পাচ্ছেন না। এর ফলে সমস্যায় পরছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এদিন এলাকার বেশ কিছু স্কুল পড়ুয়া প্লাকার্ড হাতে ওই বিক্ষোভে যোগ দেন। বেলগ্রামের দশম শ্রেনীর স্কুল পড়ুয়া টিনা মালিক বলেন, বিদ্যুৎ এর ভোল্টেজ একেবারে কম থাকায় তার সাথে সাথে বহু ছাত্র ছাত্রীর পড়াশোনার অসুবিধা হচ্ছে। তার দাবী কয়েক মাসের মধ্যেই তার পরীক্ষা। পর্যাপ্ত আলো না থাকায় তার সাথে সাথে সকলের পড়াশোনায় সমস্যা হবে। শুভজিত কোঁড়া নামের এক নবম শ্রেণীর স্কুল পড়ুয়া বলেন, তাদের পাড়ায় সঠিক বিদ্যুৎ পরিসেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমন ভাবে চলতে থাকলে তাদের পড়াশোনার সমস্যা হবে। তার দাবী, তারা সম পরিমান বিদ্যুৎ এর বিল মেটাচ্ছেন। তবুও ভালো পরিসেবা পাচ্ছেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ব্যাবস্থা নিক বিদ্যুৎ দপ্তর। এদিকে বিক্ষোভের কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাসের সাথে কথা বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের গলসি ২ ব্লকের কার্যকরী সভাপতি রাজীব মল্লিক ও জেলা নেতা হিলাল উদ্দিন আহম্মদ। তারা জানান, গলসি কাস্টোমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার তাদের ডেপুটেশন বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস বলেন, ভোল্টেজ সংক্রান্ত বিষয়টি তিনি তদন্ত করে দেখে খুব দ্রুত ভালো পরিসেবা দেবার ব্যবস্থা করবেন। পাশাপাশি এলাকায় বিদ্যুৎ চুরি রুখতে বিদ্যুৎ হীন পরিবার গুলিকে বিনামুল্যে বিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।