|
---|
আজিজুর রহমান, গলসি : লোকসভা নির্বাচনে বর্ধমান দূর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনের থেকে ২০২৪ এর নির্বাচনে গলসি বিধানসভায় ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেই জয় কে উদযাপন করতে দলীয় কর্মীরা এদিন বিজয় উল্লাসে মাতলেন। গলসি ১ নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের এর উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়। মিছিল টি রামগোপালপুর বাজার থেকে শুরু হয়ে ঢোলা, রাইপুর পরিক্রমা করে আটপাড়া সমাপ্তি হয়। এদিনের এই মিছিলে মহিলা সহ বহু তৃণমূল কর্মীদের বেশ উৎসাহ করতে দেখা যায়।গলসি ১ নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে বিশাল জয় পেয়েছে। তাতে তৃণমূল কর্মীরা খুব উৎসাহিত হয়েছে। তাই কর্মীদের জন্য বিজয় মিছিলের আয়োজন। মিছিলে যোগ দেওয়া তৃণমূল কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে রান্নার কাজে সাহায্য করতে দেখা যায় লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগমকে। ফজিলা বলেন, দিদিকে ভাল বেসে সবকিছু করি। দিদির দেখানো পথে সবসময় চলার প্রচেষ্টা করি।