গলসিতে বৃষ্টি চাইতে ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা

আজিজুর রহমান,গলসি : পুরোহিত এনে মন্ত্রপাঠ করে ধুমধাম ভাবে দেওয়া হল ব্যাঙের বিয়ে। বিয়েতে গ্রামের মহিলারা উলুধ্বনী দিয়ে মাতিয়ে তুললেন বিয়ে বাড়ি। বৃষ্টি চাইতে পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের মারো গ্রামের দেওয়া হল ব্যাঙের বিয়ে। জানা গেছে, গ্রামের এক নম্বর সংসদের দাসপাড়াতে ওই বিয়ের আয়োজন করেন তৃণমূলের বুথ সভাপতি সঞ্জয় রুইদাস। তাকে সহযোগিতা করেন মানকর গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব খান। সঞ্জয় রুইদাস জানিয়েছেন, বহুদিন ধরে সেই ভাবে বৃষ্টি হয়নি। সেচের জলের অভাবে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। তাদের এলাকায় মাঠ এখন জল না থাকায় চিন্তায় পরেছেন চাষিরা। এদিন বিয়ের আগে বৃষ্টি দেবতাকে সন্তুষ্ট করতে আগে তারা পুজোও দিয়েছিলেন। এরপরই আনন্দ করে তারা ব্যাঙের বিয়ে দেন। তিনি বলেন, আগে দীর্ঘদিন বৃষ্টি না হলে তাদের পূর্ব পুরুষেরা ব্যাঙের বিয়ে দিতেন। বিয়ের পরই আকাশ থেকে জল নামতো। এবং সেই বৃষ্টির আনন্দে মেতে উঠতেন এলাকার মানুষ। সেই বিশ্বাস থেকেই আজ তারা ব্যাঙের বিয়ে দেন। এদিনের বিয়েকে ঘিরে কয়েক ঘন্টা আনন্দে মেতে ওঠেন গ্রামের সকল মানুষজন। পঞ্চায়েত সদস্য রাজীব খান বলেন, গ্রামের বুথ সভাপতি সঞ্জয় রুইদাস বিয়ে পড়াতে গ্রামের দাস পাড়ায় একটি ছাতনাতলা তৈরী করেন। তার সাথে  ঢাক ঢোলও বাজনা পাটি ভাড় করেছিলেন সঞ্জয়। তিনি জানিয়েছেন, হিন্দুধর্মীয় প্রথা মেনে মন্ত্র পাঠ করে মালাবদল করেন বর ও কনে পক্ষ। যেখানে বরযাত্রী সংখ্যা প্রায় তিনশো জন। তিনশো জনের পেট পুরে খিচুড়ি ভোজনের ব্যবস্থা করেন কনেপক্ষ। তবে তারা সকলেই গ্রামেরই মানুষ। দুইপক্ষর মিলিত প্রচেষ্টায় গোটা খরচের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন তিনি। গ্রামবাসীদের আশা এবার হয়তো আকাশ থাকে বৃষ্টি নামবে।