|
---|
আজিজুর রহমান : গলসিতে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল চালকের। মৃত চালকের নাম সোমনাথ হাজরা। বয়স আনুমানিক ২০ বছর। তিনি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার শ্যামবাজার গ্রামের বাসিন্দা। স্থানীয়দের থেকে জানা গেছে, এদিন বেলা দুটো নাগাদ আদড়াহাটি পূর্ব পাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানাই, এদিন দুপুর দুটো নাগাদ বর্ধমান থেকে গোহগ্রামের দিকে যাচ্ছিল বর্ধমান গোহগ্রাম রুটের একটি বাস। ওই সময় আদড়াহাটি থেকে বাইক নিয়ে গলসির দিকে যাচ্ছিলেন সোমনাথ। আদড়াহাটির পূর্ব পাড়ার কাছে আচমকা বাসটির সামনে পরে বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মারে বাস। ঘটনায় গুরুতরভাবে জখম হয় মোটর সাইকেল চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসেন। সেখানেই সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় বাসের চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।