|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে নকআউট ক্রিকেট প্রতিযোগিতা জয়ী হল করজনা মিরে পাড়া। জানতে পারা গেছে, বাহিরঘন্যা মিলন সংঘ এবং পাঠাগারের উদ্দ্যোগে একমাস পূর্বে খেলাটির সুচনা হয়। যেখানে মোট ষোলটি দল অংশ গ্রহন করে। এদিন ফাইনালে করজনা মিরে পাড়া ও জামতাড়া একাদশ মুখোমুখি হয়। জামতাড়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। করজনা মিরেপাড়া ষোল ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। তারপর ব্যাট করতে যায় জামতাড়ার খেলোয়াড়রা। তারা নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ফলে ৩১ রানে পরাজিত হয় জামতাড়া। এদিনের খেলায় ম্যান অফদা ম্যাচ হন করজনা মিরে পাড়ার খেলোয়াড় সেখ কামালউদ্দিন। ম্যন অফদা সিরিজ হন জামতাড়ার খেলোয়াড় সেখ রাজেশ। অনুষ্ঠান মঞ্চে থেকে প্রত্যেক খেলার ম্যান অফদা ম্যাচকে পুরস্কৃত করা হয়। তাছাড়াও বেস্ট কিপার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, সেরা দর্শক ও অ্যাম্পিয়ারদের পুরস্কৃত করা হয়। খেলা শেষে এলাকার ১০০ জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। অবশেষে বাজি ফাটিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন আয়জকরা।