গলসিতে দামোদরের জলে পড়ে মৃত্যু হল যুবকের

আজিজুর রহমান,গলসি : গলসির জুজুটির কাছে দামোদর নদীর জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ওই যুবকের নাম শানু রায়। বাড়ি জুজুটি মাঝ পাড়া এলাকায়। বয়স ছাব্বিশ বছর। এলাকাবাসী তথা ভুঁড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুবোধ ঘোষ  জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার নদীর ওপারে কাজে গিয়েছিলেন শানু। সেখান থেকে নৌকায় চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। তার সাথে নৌকায় আরও দুইজন শ্রমিক ছিলেন। নৌকাটি জলের মাঝামাঝি জায়গায় এলে আচমকা নৌকা থেকে নদীর জলে পরে তলিয়ে যায় শানু। এমনটিই তাকে জানিয়েছেন নৌকায় থাকা বাকি শ্রমিকরা। তারপরই নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। খবর যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। ততক্ষণে সন্ধা ঘনিয়ে আসে। এরপর আজ সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুটি স্পীড বোর্ড বেশকিছু ডুবুরি আসে ঘটনাস্থলে। তারপর একদিকে স্পীড বোর্ড ও ডুবুরি নামিয়ে অন্যদিকে কাঁটাজাল দিয়ে শুরু হয় খোঁজ। এদিকে সকাল বেলায় দেহ না মেলায় থেকে ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি দীপঙ্কর সরকার। তবে পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রচেষ্টায় দুপুর দুটোর পর কাঁটা জালে উদ্ধার হয় যুবকের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।