গলসিতে ডিসিএম গাড়ির লোড ক্যাপাসিটি বাড়ানোর দাবী

আজিজুর রহমান,গলসি : গলসিতে ডিসিএম গাড়ির লোড ক্যাপাসিটি বাড়াতে একটি আলোচনা শিবির করলো গলসি ১ নং ব্লকের ট্রাক মালিকরা। এদিন বিকেলে এলাকার শতাধিক ট্রাক মালিক তাদের দাবী নিয়ে স্থানীয় রাইপুর পুলে ওই আলোচনা শিবির করেন। গাড়ি মালিকরা জানান, কিছুদিন পূর্বে এলপি ট্রাক, দশচাকা, বারোচাকা সহ সমগ্র ডালাবড়ির ও ডাম্পারের লোডের ক্যাপাসিটি  বাড়িয়েছে রাজ্য সরকার। তবে ডিসিএম গাড়ির লোড ক্যাপাসিটি না বাড়ায় সমস্যায় পড়েছেন তারা। এর ফলে প্রতিদিনই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পাশাপাশি গাড়িতে একটন পন্ন সামগ্রী বেশি হলে বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে তাদের। তাদের দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি দেখে ব্যাবস্থা গ্রহন করলে রাজ্যের লক্ষ লক্ষ ডিসিএম গাড়ির মালিক উপকৃত হবেন। স্থানীয় ট্রাক মালিক ইজাহারুল ইসলাম বলেন, তার গাড়ি গলসি তেকে বালি নিয়ে কোলকাতায় যায়। যখন বালি লোড করেন তখন সেই বালিতে এক টন জল থাকে। রাস্তায় তোলার পরই এমভিআই ও ভূমিদপ্তর জরিমানা করছে। কারও জরিমানা পঞ্চাশ হাজারের কম নয়। তিনি বলেন, আমরা ওভার লোড় বইতে চাইনা। সরকার সব গাড়ির মতো তাদের লোড ক্যাপাসিটি বাড়িয়ে দিলে তারা উপকৃত হবেন। আসিফ ইকবাল মোল্লা ও শিকান্ত দাস বৈরাগ্য বলেন, সব গাড়ির লোড ক্যাপাসিটি বাড়িয়ে রাজ্য সরকার। শুধু তাদের ডিসিএম গাড়িগুলির লোড ক্যাপাসিটি বাড়ানো হয়নি। ফলে একটু বেশি হলেই তাদের দু দফে ষাঠ হাজার থেকে সত্তর হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। লক ডাউনে পর থেকে তাদের অবস্থা শোচনীয় হয়ে গেছে। এলাকার বহু মানুষ জমি বিক্রি করে গাড়ি কিনে সময়মত কিস্তি দিতে পারছেন না। ফলে তারা বড় ক্ষতির মুখে পরেছেন। তাদের দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি দেখে তাদের লোড ক্যাপাসিটি বাড়িয়ে দিলে তারা উপকৃত হবেন।