|
---|
আজিজুর রহমান : গলসির পারজ গ্রামপঞ্চায়েত এর সিমনোড়ির গ্রাম ও তার আসে পাশে সারাদিন দাপিয়ে বেড়ালো দুটি দলছুট হাতি। ভোর তাদের পারাজের কাছে ডিভিসির পাড়ে প্রথম দেখতে পান স্থানীয়রা। তারা জানাই, হাতি দুটি বাঁকুড়ার জঙ্গল থেকে দামদর নদ পেরিয়ে সিহিগ্রাম হয়ে গলসি এলাকায় ঢুকে পরেছে। হাতির দাপটে বিঘার পর বিঘা জমির ধান নষ্টের মুখে পরেছে। এমন ঘটনায় ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বেশকিছু চাষি। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ও বনদপ্তরের প্রতিনিধিরা আসেন ঘটনাস্থলে। তাদের এক কর্মী জানান, হাতির মুখ আউসগ্রামের দিকে আছে। ওরা ধীরে ধীরে ওই দিক ধরে এগোতে চাইছে। দুপুর নাগাদ তারা পারাজ স্টেশনের পশ্চিম দিকে সিমনোড়ি এলাকায় আছে। তিনি জানান, জনবসতি এলাকা হওয়ায় বনদপ্তর হাতি দুটির গতিবিধির উপর নজর রাখছেন। তাদের সাথে হুলাপাটী ও আছে। সন্ধার পর হাতি দুটিকে দামোদর নদ পার করে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো হবে। এদিকে এলাকায় জমির ধান মাড়িয়ে দেওয়ার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। সিমনোড়ী এলাকার গ্রামের চাষি সেখ বাপি, সেখ আসগর বলেন, আমাদের ডিভিসির পাড়ে ছিল হাতিদুটি। আচমকা জমিতে নেমে পরায় বহু জমির ক্ষতি হয়েছে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করায় আরও অনেক চাষির ধান নষ্ট হয়ে যাবে। তারা বলেন, কয়েক মাস পূর্বে একদল হাতি এসে বহু ক্ষয়ক্ষতি করে গেছে। সেই ঘা এখনও দগদগে। আবার দুটি হাতি এসে তাদের ও পার্শ্ববর্তী গ্রামের বহু জমির ধান নষ্ট করেছে। তাদের দাবী, বনদপ্তর বিষটি দেখে ক্ষতিপুরন দেওয়ার ব্যাবস্থা করুক।