|
---|
আজিজুর রহমান : গলসির সিমনোড়ি গ্রামে ডিভিসির জলে ভেসে এল এক যুবকের মরদেহ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শী সেখ নসিবুল, সেখ সাগর জানান, ডিভিসির সেচ ক্যানেল এখন জল বয়ছে। এদিন দুপুর তিনটা নাগাদ মাঠের চাষিরা দেহটিকে প্রথম দেখতে পায়। তাদের অনুমান, মৃতের বয়স কমবেশি পঁচিশ বছর। এদিন মহদেহটি জলের তোড়ে তাদের গ্রামের কাছে ভেসে এসেছে। তাদের গ্রামের মানুষ খবর দেয় গলসি থানায়। গলসি পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রতক্ষদর্শীরা আরও জানাই, মৃতের ব্যক্তির পরনে ছিল টিয়া রংয়ের গেঞ্জি ও কালছে নীল জিন্স। তাছাড়াও কোমরে বেল্ট ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিভাবে ওই এলাকায় দেহটি এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।