|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে গ্রাম ভিত্তিক লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার। গলসির পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় খেলাটির আয়োজন করা হয়। গত ইংরেজির ২৪ শে জুলাই এলাকার মোট ১২ টি গ্রামের দলকে নিয়ে খেলাটি শুরু হয়। আজ ফাইনালে পাহাড়পুর ফুটবল ক্লাব ও মনহরসুজাপুর ফুটবল ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধের আট মিনিট ও এগারো মিনিটে প্রথম গোল করেন মনহর সুজাপুরের খেলোয়াড় বিশ্বজিৎ বাগদি। আঠারো মিনিটি একটি গোল পরিশোধ করেন পাহাড়পুরের খেলোয়াড় সুকুল হাঁসদা। তবে পনুরায় ২৪ মিনিটে আবার একটি গোল করেন মনহর সুজাপুরের খেলোয়াড় রাজেশ বাগদি। দ্বিতীয় অর্ধের একেবারে শেষে আবার একটি গোল করেন মনহর সুজাপুরের খেলোয়াড় সুজিত বাগদি। ফলে খেলায় ৪-১ গোলে জয়ী হয় মনহরসুজাপুর। খেলায় প্লেয়ার অফদা ম্যাচ হন মনহরসুজাপুরের অজিত বাগদি। প্লেয়ার অফদা টুর্নামেন্ট হন মনহরসুজাপুরের বিশ্বজিৎ বাগদি। সেরা গোলকিপার হন মনহরসুজাপুরের চন্দন মেটে, টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মনহরসুজাপুরের খেলোয়াড় সুজিত বাগ্দী। তিনি মোট ৫ টি গোল করেছেন। তাছাড়া খেলায় বেস্ট ডিফেন্ডার হন পাহাড়পুরের খেলোয়াড় জোলা হেমরম। খেলায় বিজয়ী দলকে বিজয়ী ট্রফি ও বিজীত দলকে বিজীত ট্রফি প্রদান করেন ক্লাব কতৃপক্ষ।