|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি উদয়ন সংঘের পরিচালনায় নকআউট ফুটবল খেলার সুচনা হল রবিবার। যেখানে এলাকার আটটি দল অংশ গ্রহন করে। এদিন গলসি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ওই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা গেছে, কাজল কুমার মন্ডল ও কাজল রায় স্মৃতি উদ্দ্যেশে ওই খেলার আয়োজন। প্রথমে অতিথি বরন ও পরে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করে খেলার সুচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও সিদুকানুর মুর্তিতে মাল্যদান করা হয়। এদিনের খেলায় কোটা একাদশের সাথে গোপালপুর অরিত্র ও সুদীপ্ত একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় অর্ধের ৩ মিনিটি গোপালপুরের খেলোয়াড় রঞ্জিত সরকার একটি গোল করেন। শেষ প্রযন্ত বহু প্রচেষ্টা করে কোন গোল করতে পারেনি কোটা একাদশ। খেলায় গোপালপুর ১ – ০ গোলে জয়লাভ করে। প্লেয়ার অফদা ম্যাচ হন গোপালপুরের খেলোয়াড় মহম্মদ মোসি।