|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির জাগুলিপাড়া গ্রামে শুরু হল রবীন্দ্র নজরুল নক আউট ফুটবল প্রতিযোগিতা। জাগুলিপাড়া গ্রামউন্নয়ন সমিতির তত্বাবধানে ও জাগুলিপাড়া ফুটবল কমিটির পরিচালনায় ওই খেলার সুচনা করা হয়। এদিন বিকালে উদ্বোধনী খেলায় খাঁপাড়া দামোদর সংঘ ও কাজল একাদশ পানাগড় মুখোমুখি হয়। অতিথি বরন ও কচিকাঁচাদের নৃত্য অনুষ্ঠানের মধ্যদিয়ে খেলার সুচনা করা হয়। খেলায় প্রথম অর্ধের ৫ মিনিটে কাজল একাদশের গৌরাঙ্গ হাঁসদা ও ৭ মিনিটে দিপেন্দু হাঁসদা পরপর দুটি গোল করে। তারপর ১৪ মিনিটে খাঁপাড়ার খেলোয়াড় বুদন হাঁসদা ১ টি গোল পরিশোধ করে। দ্বিতীয় অর্ধে ১৫ মিনিটে আবারও খাঁপাড়ার খেলোয়াড় রাজা বাউরি একটি গোল পরিশোধ করে খেলার সমতা ফেরায়। তবে ট্রাইবেকারে খাঁপাড়া দামোদর সংঘ জয়লাভ করে। খেলায় ম্যান অফদা ম্যাচ হন খাঁপাড়ার মঙ্গল মান্ডি। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন, পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজাহান, গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চ্যাটার্জ্জী, সাংবাদিক সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী হাজী মহবুবুল হক, প্রাক্তন মেহেমডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কাজল চৌধুরী প্রমুখ।