|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচলনায় পুরসা ফুলবল লীগ ২০২২ অনুষ্ঠিত হল পুরসা গ্রামে। এদিন বিকাল ৪.১৫ নাগাদ পুরসা ডিভিসি ক্যানেল সংলগ্ন মাঠে ওই খেলার আয়োজন করা হয়। শুধুমাত্র গ্রামের খেলোয়াড় নিয়েই ওই খেলার আয়োজন করেন আয়োজকেরা। এদিনের খেলায় পাহাড়পুর ফুটবল ক্লাব ও পারাজ ফুটবল ক্লাব মুখমুখি হয়। প্রথম অর্ধে খেলার কিছুক্ষনের মধ্যেই পারাজের খেলোয়াড় অভয় বাগদি প্রথম গোল করেন। তার কিছুক্ষণের মধ্যেই পাহাড়পুরের খেলোয়াড় সাওনা হাঁসদা সেই গোল পরিশোধ করেন এবং কয়েক মিনিটের মধ্যেই পুনরায় একটি গোলটি করেন। দ্বিতীয় অর্ধে খেলার শুরুতেই পারাজের খেলোয়াড় অভয় বাগদি দ্বিতীয় গোল করে খেলার সমতা ফেরান। এরপরই খেলার শেষ মহুর্তে পাহাড়পুরের খেলোয়াড় জলসা মুর্মু জয়সুচক গোলটি করেন। এদিনের খেলার পাহাড়পুর ৩-২ গোলে জয়ী হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুটবল প্রশিক্ষিক ও ক্রিয়া সংগঠক শ্যামল গোষ্ণামী ও সুমিত রায়।