|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির বাহিরঘন্যা গ্রামে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি। ঘটনার জেরে আহত হয়েছেন সেখ সামিরুল নামে এক চাষি। তিনি ওই সময় মাঠে ধানের অগাছা পরিস্কার করছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ এসে এলাকা ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর যায় বিদ্যুৎ দপ্তরে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে। ঘটনার জেরে আহতের ডান পা অকেজো হয়েছে বলে জানাতে পারা গেছে। স্থানীয় বাসিন্দা তথা কুরকুবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোজাম্মেল মল্লিক বলেন, কয়েকবারই বাহিরঘন্যার ফুটবল মাঠের কাছে ওই তার ছিঁড়ে পরেছে। তবে আগে কারও কিছু হয়নি। এদিন খবর পেয়ে তিনি ও এলাকার বেশকিছু মানুষ ছুটে এসে দেখেন সেখ সামিরুল জমিতে বসে কাঁপছেন। তারপরই তারা তাকে টোটো করে পুরসা হাসপাতালে নিয়ে আসেন। তার দাবী, তারগুলি পুরাতন হওয়ায় এমন ঘটনা ঘটছে। তিনি চান সংস্লিষ্ট দপ্তর তারগুলি পাল্টানোর ব্যবস্থা করুক।