|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধান মন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন করা হল। এদিন সকাল বেলায় ব্লকের পুরসা গ্রামে ওই কর্মসূচির আয়োজন করেন জাতীয় কংগ্রেস এর গলসি ১ নং ব্লক সভাপতি সেখ নবিরুল হক। এদিন জাতীয় কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করে সম্মাননা জানান তিনি। তার সাথে সাথে তাকে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মীরা। ব্লক সভাপতি সেখ নবিরুল হক জানিয়েছেন, আজকের দিনে তাদের তথা সারা ভারতের জননেত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। এই দিনটি তাদের সকল কর্মীদের কাছে একটা শোকের দিন। তিনি বলেন, ভিন্ন দল ভিন্ন মত বা বিরোধিতা থাকলেও ইন্দিরা গান্ধীকে সব রাজনৈতিক দলের মানুষ খুবই শ্রদ্ধা করতেন। দিনটিতে তিনি সকল কর্মীদের এক হয়ে চলার বার্তা দেন।