গলসিতে যাঁকযমক ভাবে শুরু হল “মাঘ উৎসব”

আজিজুর রহমান, গলসি : ১লা ফেব্রুয়ারি গলসি ২ ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমুড়ি গ্ৰামে শুরু হল “মাঘ উৎসব”। যাকে ঘিরে একটি মেলার আয়োজন করেছেন মাঘ উৎসব কমিটির সম্পাদক গুল মোহাম্মদ মোল্লা। প্রত্যন্ত গ্রাম্য এলাকা এমন আয়োজনে বেশই খুশি এলাকার মানুষ। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। তাছাড়া সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম ও খ্রিস্টান ধর্মগুরুদের নিয়ে অনুষ্ঠানের মাধুর্য বাড়ানো হয়। এরপরই আগত অতিথিদের বরন করে প্রদীপ পোজ্জোলন মধ্য দিয়ে “মাঘ উৎসব” এর শুভ সুচনা করা হয়। মাঘ উৎসবকে ঘিরে ও এলাকার মানুষদের মনোরঞ্জন দিতে সাতদিন থাকছে টলিউড থেকে বলিউড গায়ক গায়িকা ও অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠান মঞ্চে সৃজনশীল নৃত্য প্রদর্শন করেন শিল্পী অঙ্কিতা তা। এর সাথে সাথে  এলাকার দুস্থদের বস্ত্র ও মশারি প্রদান ও এলাকার ক্লাব সম্পাদকদের খেলা পরিচালনা করার জন্য পুরস্কৃত করা হয়। প্রতিদিনই কৃতি ছাত্র-ছাত্রীদের ও গুনিজনদের সম্বর্ধনা থেকে থাকছে আরও অনেক কিছু। ইতিমধ্যেই মাঘ উৎসবকে ঘিরে সাজ সাজ রব। মেলার মাধুর্য বাড়াতে বিভিন্ন পসরা সেজে উঠেছে মেলার মাঠে। ইলেকট্রিক নাগরদোলা থেকে ছোটদের বিনদনের সমস্ত কিছু হাজির হয়েছে মেলার মাঠে। বছরের শুরুতেই মাঘ উৎসব এলাকায় বেশ সারা ফেলেছে। গ্রাম্য এলকায় গুল মহম্মদের এমন আয়োজনে প্রসংশা করেছেন আগত অতিথিরা। উপস্থিত ছিলেন, সাহিত্যিক রমজান আলি, সাংবাদিক সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী রবীন নন্দী, সুজন মন্ডল, নুরনেশা বেগম, সুজিত সাম, নবকুমার হাজরা, দেবদাস মুখার্জ্জী,  দরবারপুর তরুন ক্লাবের সম্পাদক সেখ লতিকুল ইসলাম, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ, গলসি উদয়ন সংঘের ক্রিড়া সম্পাদক সুমিত রায় সহ অনেকে। সুমধুর কন্ঠে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুভেন চৌধুরী ও মানসী চক্রবর্তী।