|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে ২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করল মথুরাপুর ও অনুরাগপুর গ্ৰামের মানুষরা। এদিন রাস্তায় পাশে কাজ করা যন্ত্রাংশের সামনে তারা সাবওয়ের দাবীতে ক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামবাসীদের আন্দোলনের জেরে এদিনের মতো সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায়। ওই বিষয়ে সড়ক কতৃপক্ষের বা ঠিকা সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রামবাসীদের দাবী, অনুরাগপুর ও মথুরাপুর গ্রামে দুই গ্ৰামে দুটি স্কুল ও রেশনের দোকান আছে। মথুরাপুর লাগোয়া গলিগ্রাম একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। তাছাড়াও জাতীয় সড়ক পেড়িয়ে পার্শ্ববর্তী বনসুজাপুর স্কুল সহ গলসির স্কুল ও কলেজে পড়া শোনা করতে যায় গ্রামের অসংখ্য ছেলে মেয়ে। ফলে তাদের মথুরাপুর মোড়ে সাবওয়েটি খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন, সড়ক কতৃপক্ষ তাদের এলাকায় একটি সাবওয়ে করার কথা বলেছিল। তবে পরে গ্ৰামবাসীরা জানতে পারেন সেই সাবওয়েটির স্থান পরিবর্তন করে গলিগ্ৰাম মোড় সংলগ্ন জায়গায় করা হবে। তাই শুক্রবার দুটি গ্ৰামের বহু সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। তাদের দাবী, যদি মথুরাপুরের মোড়ে সাবওয়ে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। জানা গেছে, ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড়টিও এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। যেখান দিয়ে পার্শ্ববর্তী গুসকরা ও কাটোয়া রুটের বাসও চলাচল করে। ওই মোড়টিতে একটি উড়ালপুল তৈরীর দাবীতে আশপাশের চারপাঁচটি কয়েকবার আন্দোলন করে জাতীয় সড়ক অবরোধ করেছেন। তবে দুইটি মোড়ের কোন জায়গায় সাবওয়ে ও কোন জায়গায় উড়ালপুল তৈরী হবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। এলাকার মানুষের দাবী, দুটি জায়গায় নিরাপত্তা দিতে একটি সাবওয়ে ও একটি উড়ালপুল তৈরী করুক সড়ক কতৃপক্ষ।