গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, আগুনে পুড়ল দুটি গাড়ি

আজিজুর রহমান, গলসি : শুক্রবার রাতে গলসির মানিক বাজার মোড় সংলগ্ন ওভার ব্রিজের উপরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক। পুলিশ এসে যানজট ছাড়িয়ে ব্রিজের নিচের রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি গ্যাসের গাড়ি দুর্গাপুর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। মানিক বাজারের ব্রিজের কাছে পৌঁছালে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে দুটো গাড়িতেই আগুন ধরে যায়। তীব্র আগুনে সিএনজি গ্যাসের গাড়ি ও ডাম্পার দুটোই দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান এক দমকলকর্মী। স্থানীয়দের প্রাথমিক অনুমান, গ্যাসের গাড়িটির সামনের বাম দিকের টায়ার পাংচার হওয়ায় গাড়িটি বাম দিকে ডাম্পারে ধাক্কা মারে। এরপরই কোনক্রমে দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন গলসি থানার ওসি অরুণ কুমার সোম ও সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায়। পুলিশ দমকলকে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার ফলে দুটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘণ্টাখানেক পরই গাড়ি সরিয়ে জাতীয় সড়কে ব্রিজের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।