|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে জাতীয় সড়কের সিমনোড়ী মোড়ে পথ দুর্ঘটনা। ঘটনায় আহত চারজন। পত্যক্ষদর্শীদের থেকে জানতে পারা গেছে, আজ বেলা আনুমানিক এগোরাটা নাগাদ জাতীয় সড়কে গাছ কটার সময় ওই দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানাই কিছুদিন পূর্বে জাতীয় সড়ক সম্পসারনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেইজন্যই জাতীয় সড়কের দুই পাশে গাছ কাটছে একটি বেসরকারী ঠিকা সংস্থা। এদিন সিমনোড়ি গ্রামের মোড়ের কাছে তাদের কাজ চলছিল। তারজন্য বর্ধমান থেকে দূর্গাপুর গামী যাতায়াতের পথতে ছোট করে দিয়েছিল ঠিকা সংস্থা। তারজন্য লেন ধরেই আসছিল জাতীয় সড়কের সকল ট্রাক। এমন সময় কাটা গাছ রাস্তায় পরলে সামনের একটি ট্রাক আচমকা ব্রেক কষলে তার পিছনে একটি ডাম্পার ও ডাম্পারের পিছনে একটি ডালাবড়ি ট্রাক এবং ট্রাকের পিছনে একটি ট্যাংকার ধাক্কা মারে। ঘটনার জেরে তিনটি গাড়ির সামনে দুমরে মুচরে যায়। ফলে তিনটি গাড়িতে ভিতরে আটকে পরে চারজন। ঘটনার খবর পেয়ে, তড়িঘড়ি দুর্ঘটনা স্থলে আসে গলসি থানার পুলিশ। স্থানীয়দের ও পুলিশের প্রচেষ্টায় চারজনকে উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।