|
---|
আজিজুর রহমান, গলসি : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে গলসি ১ নং ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। যেখানে অর্ধেকের বেশি মুসলিম মহিলা রক্তদান করলেন। জানা গেছে, ব্লকের কৃষ্ণরামপুর গ্রামে মা মাটি মানুষ ক্লাবের পরিচালনার ও হোপ গিভার্স রুরাল ডেভলপমেন্ট ট্রাস্ট “Hope Givers Rural Development Trust” এর উদ্যোগে কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি করা হয়। ক্লাব সদস্য জাকির হোসেন জানিয়েছেন, প্রতিবছরই এই দিনটিতে তারা স্বেচ্ছায় রক্তদান শিবির করেন। একদিকে পুজোর মরশুম অন্যদিকে জাতীর জনক মহত্মা গান্ধীর জন্মদিনকে স্মরণীয় রাখতেই তারা ওই শিবির করেছেন। তাছাড়া পুজোর সময় ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই এই আয়োজন। তিনি বলেন, এদিনের শিবিরের অর্ধেকের বেশি মুসলিম মহিলা রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন গলসি বিধানসভা বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আসরাফদ্দিন, মা মাটি মানুষ ক্লাবের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ জাকির হোসেন, গলসি ১নং ব্লক তৃনমুল কংগ্রেস সহ সভাপতি সুন্দর পাসয়ান, গলসি ১নং ব্লক এসসি ও ওবিসি সেলের সভাপতি স্বপন কুমার বাউরী, লোয়াপুর – কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলী সরেন সহ মা মাটি মানুষ ক্লাব ও ট্রাস্টের সদস্যরা। এদিনের শিবিরে আগত অতিথিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। শিবিরে সংগ্রহ হওয়া একশো ইউনিট রক্ত বর্ধমানের দুটি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়।