|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে নজরুল জয়ন্তী পালন করলো গলসী রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মোৎসব উদযাপন কমিটি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে গলসি হাইস্কুলে তার জন্মদিবসটি পালন করা হয়। জন্মদিনকে যথাযোগ্য মর্যাদায় দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন আয়োজকেরা। এদিন সকাল ৮.৩০ টায় নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি বিধান চন্দ্র সানা ও সম্পাদক মনসিজ হোসেন। এরপর অতিথি ও বিশিষ্টজনেরা রবীন্দ্র প্রতিকৃতিতে মালা দেন। দিনটিকে স্মরণ রাখতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করেন আয়োজকেরা। প্রায় ৬০ জন প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। সফল প্রতিযোগী দের পুরস্কার দেওয়ার পাশাপাশি সকল প্রতিযোগীদেরই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য প্রভৃতি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন এলাকার চিকিৎসক ডা: সাইদুল ইসলাম ছাড়াও স্থানীয় বেশকিছু বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।