গলসিতে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী

আজিজুর রহমান,গলসি : গলসির কলাবাধ মাঝি পাড়ায় পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহীর। মৃতদের নাম বেদ্যনাথ মুর্মু ও চন্দ হাসদা। তাদের বয়স আনুমানিক ২৮ এবং ৩০ বছর। মৃত দুইজনই পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের থেকে জানতে পারা গিয়েছে, এদিন বৈকাল চারটা নাগাদ একটি মোটর বাইক নিয়ে গলিগ্রাম গুসকরা রোড়ের উপরে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন তারা। তাদের অনুমান মোটর সাইকেল নিয়ে তারা গলিগ্রামের দিক থেকে অভিরামপুর অর্থাৎ গুসকরা অভিমুখে যাচ্ছিলেন। কলাবাঁধ মাঝি পাড়ার পেড়িয়ে রাস্তার বাঁকে একটি ট্রাক তাদের ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বাইক নিয়ে রাস্তার পিচে আছড়ে পরেন দুইজনই। ফলে দুইজনের মাথা ফেটে প্রচুর রক্ত ক্ষরন হয়। রাস্তায় লোকজন যাতায়াত কম হওয়ায় বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে পরে ছিলেন দুইজনই। এরপর এক বাইক চালক তাদের রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পাশে কলাবাঁধ মাঝি পাড়ায় খবর দেন। তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসে গলসি থানার পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন। তবে ঠিক কি কারনে ওই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।