গলসিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার

আজিজুর রহমান : গলসিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম ছবি খাতুন (৩২)। তিনি জাগুলিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এদিন তিনি পুরসা হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধা সাড়ে পাঁচটা নাগাদ স্বামীর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তারা ১৯ নং জাতীয় সড়কের সাইড ধরে যাচ্ছিলেন। পুরসার মাঝের পুল সন্নিকট আচমকা একটি গাড়ি তাদের গা ঘেঁষে চলে যায়। এর জেরেই বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যান ওই মহিলা। এর পরই পিছনের একটি চলমান গাড়ি তার মাথায় উপর দিয়ে চলে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাছাড়াও বাইক থেকে পরে যায় তার ছেলে ও স্বামী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এলে কতব্যরত চিকিৎসকেরা ছবি খাতুনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আংশিক আহত হয়েছেন তার স্বামী শেখ কওসার ও ২ বছরের পুত্র শেখ ইয়াস। তবে তারা দুইজনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ফেরার পথে এমন দুর্ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।