|
---|
আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের তৃতীয় দিনের খেলায় জয়ী হল কাটোয়া একাইহাট। এদিন তারা ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পান্ডুয়াকে পরাজিত করে। জানা গেছে, গত ১৫ নভেম্বর পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা, যেখানে এলাকার বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহণ করেছে। এদিনের খেলায় কাটোয়া একাইহাট এন.এম.ও.এস ও পান্ডুয়া ফুটবল একাডেমি মুখোমুখি হয়। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টিতে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পান্ডুয়ার খেলোয়াড় সুদীপ্ত মুর্মু। ২৯ মিনিটে সেই গোল পরিশোধ করেন কাটোয়ার খেলোয়াড় প্রদীপ রাজবংশী। যার ফলে প্রথম অর্ধে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয় অর্ধে উভয় দলের খেলোয়াড়রা দর্শকদের দারুণ খেলা উপহার দেন। ফলে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থেকে যায়। খেলার ফলাফল নির্ধারণ করতে ট্রাইব্রেকারের সাহায্য নেওয়া হয়। ট্রাইব্রেকারে ৫টি সটে একটি গোল আটকে দেয় কাটোয়া। ফলে ট্রাইব্রেকারে তারা জয়লাভ করে। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাটোয়ার খেলোয়াড় প্রদীপ রাজবংশী।