|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ৩০ তম নকআউট ফুটবল প্রতিযোগিতা শুভ সুচনা হল বুধবার। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার সুচনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, উপস্থিত ছিলেন, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, এলাকার বিশিষ্ট সমাজসবী আসরাফুল হক মন্ডল। ক্লাব সদস্য সেখ ফিরোজ আহম্মেদ জানান, তাদের ক্লাবের উদ্দ্যোগে জয়নাল মন্ডল স্মৃতি ট্রফি খেলার আজ সুচনা হয়। এই খেলায় ১৬ টি টিম অংশগ্রহণ করেছে। আজ আউসগ্রাম সুমন একাদশ ও জামালপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। এদিনের খেলায় জামালপুর একাদশ ২-০ গোলে জয়লাভ করেন।