গলসির পুরসায় ফুটবল খেলার সেমিফাইনালে উঠল জৌগ্রাম

আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের দ্বিতীয় দিনের খেলায় জয়ী হলো জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার। এদিন তারা ৩-১ গোলে রানাডি সাকিব ও তাসরিন একাদশকে পরাজিত করে। জানা গেছে, গত ১৫ নভেম্বর পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতা। যেখানে জেলার বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহণ করেছে।

    এদিনের খেলায় জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার ও রানাডি সাকিব এন্ড তাসরিন একাদশ মুখোমুখি হয়। ম্যাচের ১২ মিনিটে জৌগ্রামের বরুন মান্ডি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৭ মিনিটে রাম টুডু একটি গোল করে ব্যবধান বাড়ান। খেলার ১৯ মিনিটে মিলন মান্ডি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। প্রথম অর্ধে খেলার ফলাফল ছিল ৩-০।

    দ্বিতীয় অর্ধে রানাডির খেলোয়াড়রা ম্যাচের গতি পরিবর্তনের চেষ্টা করেন এবং খেলার ২৩ মিনিটে জীবন টুডু একটি গোল পরিশোধ করেন। তবে শেষ পর্যন্ত চেষ্টা করে তারা ব্যবধান কমাতে ব্যার্থ হয়।খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জৌগ্রামের বরুন মান্ডি।