|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতার চতুর্থ দিনের খেলায় জয়ী হয়েছে বাঁশকোপা প্রভাত সংঘ। এদিন তারা ৩-১ গোলে কালনা আরিয়ান একাদশকে পরাজিত করে।
জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন দর্শকরা খেলার উত্তেজনা উপভোগ করছেন। চতুর্থ দিনের খেলায় বাঁশকোপা ও কালনা মুখোমুখি হয়। খেলার শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা। ম্যাচের ১৭ মিনিটে বাঁশকোপার খেলোয়াড় বিকাশ মাঝি প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে ফলাফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধে কালনা একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে, বাঁশকোপার কালু মাঝি ১৫ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ২৪ মিনিটে ফের বিকাশ মাঝি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ২৭ মিনিটে কালনার অভিজিৎ হাঁসদা একটি গোল শোধ করেন। কিন্তু সেটি দলকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধের শেষে খেলার চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ৩-১। খেলার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বাঁশকোপার বিকাশ মাঝি।