|
---|
আজিজুর রহমান,গলসি : খেলা হবে দিবস উপলক্ষে একদিবসীয় নকআউট ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হল গলসিতে। এদিন গলসির রাকোনা মাঠে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ওই খেলা সুচনা হয়। জানা গেছে, গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে এবং ব্লক আই.এন.টি.টি.ইউ.সি ও তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় কিছুদিন পূর্বে ওই খেলার সুচনা হয়। যেখানে ব্লকের মোট নয়টি অঞ্চলের আটটি অঞ্চল অংশগ্রহণ করে। আজ চুরান্ত পর্যায়ে পারাজ অঞ্চল একদশ ও উচ্চগ্রাম অঞ্চল একাদশ এইদুটি দল মুখোখুখি হয়। খেলার প্রথম অর্ধে ১৫ মিনিটে ও ১৯ মিনিটে পারাজের খেলোয়াড় শম্ভু মান্ডি পরপর দুটি গোল করে। এরপর দ্বিতীয় অর্ধে আবারও দুটি গোল করে পারাজ। দ্বিতীয় অর্ধের ১১ মিনিটে সেখ করন ও ১৪ মিনিটে সুমন বাগদি আরও দুটি গোল করে। খেলার পারাজ অঞ্চল একাদশ ৪-০ গোলে উচ্চগ্রাম অঞ্চল একাদশকে পরাজিত করে। পরপর দুটি গোল করে খেলায় ম্যান ওফদা ম্যাচ নির্বাচিত হন পারাজের খেলোয়াড় শম্ভু মান্ডি। তাছাড়া ম্যান অফদা সিরিজ নির্বাচিত হন পারাজের খেলোয়াড় সেখ খেলন। খেলার শেষে দুটি দলকে দুটি ট্রফি প্রদান করা হয়।