গলসিতে রং এর কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত রং মিস্ত্রির

আজিজুর রহমান,গলসি : অপরের বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক রং মিস্ত্রির। মৃতের নাম সুরজ কাজী বয়স আনুমানিক ৩০ বছর। তিনি পূর্ব বর্ধমানের গলসি থানার জাগুলিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন তিনি পারাজ গ্রাম পঞ্চায়েতের রানাডিহি গ্রামের সেখ আলিম এর বাড়িতে কাজে গিয়েছিলেন। তারা বলেন, রং করার শুরুতে পাইপে করে জল দিয়ে দেওয়াল ভেজাচ্ছিলেন সুরজ। ওই সময় জল ছিটকে কোনরকম বাড়িতে থাকা বিদ্যুৎ এর মিটার বক্সে ঢুকে যায়। ফলে বাড়ির গোটা দেওয়াল বিদ্যুৎ এ পরিনত হয়। এরপরই আচমকা বিদ্যুৎের শক লাগে তাকে। আর এর জেরেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। ঘটনার সাথে সাথে বাড়ির লোকেরা দ্রুত গ্রামের বিদ্যুতের ট্রান্সফারমা বন্ধ করেন। তারপরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা সুরজকে তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গলসি থানার পুলিশ পৌছায় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।