গলসিতে সড়ক কর্তৃপক্ষের গাফিলতিতে পথ দুর্ঘটনায় বলি কিশোর

আজিজুর রহমান, গলসি : গলসিতে ২ নং জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতিতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের। মৃত কিশোরের নাম সেখ সমিরুল। বয়স ১৮ বছর। তিনি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গলিগ্রামের বাসিন্দা। এদিনের ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাড়ে বারোটা নাগাদ সমিরুল মোটর বাইক নিয়ে গলিগ্রাম থেকে গলসির দিকে যাচ্ছিল। ওই সময় গ্রামের একটু দুরে এন এইচ এর মাঝে ব্যারিকেড দেখে আচমকা দাঁড়িয়ে যায় সে। ওই সময় পিছন থাকা একটি চলমান ট্রাক তাকে সজোড়ে ধাক্কা মারে। এর ফলে গুরুতর জখম হয় সমিরুল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই সমিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্ঘটনার জন্য জাতীয় সড়ক কতৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয়রা। এলাকার মানু‌ষের অভিযোগ, একদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বহুদিন ধরে রাস্তার ধারে খাল কেটে ফেলে রেখেছে বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা। তারা দীর্ঘদিন ধরে সড়কের ধারে কংক্রিটের গার্ড ওয়াল লাগিয়ে রেখেছে। ফলে জাতীয় সড়কের ধারে ফুটপাতটি পুরোপুরি ভাবে বন্ধ গেছে। অপরদিকে পরিকল্পনা ছাড়া নিজেদের খেয়াল খুশি রাস্তায় যত্রতত্র ব্যারিকেড লাগিয়ে মাঝের ফুলের গাছ ছাঁটাই করছে। যার জন্য চলমান জাতীয় সড়কে আচমকা সরু হয়ে দুর্ঘটনা ঘটছে। পরিকল্পনা ছাড়া কাজের জন্যই আজকের দুর্ঘটনটি ঘটেছে বলে অভিযোগ করেন অনেকে। তাদের দাবী, দুর থেকে ব্যারিকেড দিয়ে কাজ করলে এমন দুর্ঘটনা ঘটতো না। ঘটনার জেরে এলাকা ও মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া।