|
---|
আজিজুর রহমান, নতুন গতি : গলসি, তীব্র গরমে রক্ত সংকট চলছে বর্ধমান জেলার ব্লাড ব্যাংক গুলিতে। পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাংক গুলি। সেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো গলসির “কৈতাড়া সমাজসেবী কর্মীবৃন্দ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তাদের উদ্যোগে গ্রামের পঞ্চানন তলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে পুরুষ মহিলা সহ মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত ক্যেমরি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। রক্তদানের পাশাপাশি এদিন তারা বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করেন। যেখানে গ্রামের বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিসেবা নিতে আসেন। আয়োজকদের ওই কাজে খুশি হয়েছেন গ্রামের বহু মানুষ।