গলসিতে স্বেচ্ছাসেবী সংগঠনের রাখী বন্ধন

আজিজুর রহমান, গলসি : গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হল। তারা গলসির বাজারে বহু পথচলতি মানু‌ষের হাতে রাখী পরিয়ে দেন। পাশাপাশি গলসি থানার পুলিশ অফিসারদেরও রাখী পরিয়া দেন সোসাইটির সদস্যরা। এছাড়াও এদিন তারা এলাকার দুশো জন মানু‌ষকে চারাগাছ বিলি করার পাশাপাশি বৃক্ষ রোপন করেন। সৌহার্দ্যের বার্তা দিতেই ওই আয়োজন বলে জানান সংগঠনের সদস্য সাবিনা ইয়াসমিন। তাদের ওই উদ্দ্যোগের প্রশংসা করেন পুলিশ কর্মী থেকে বহু সাধারণ মানুষ। সাবিনা জানান, সব সময় তারা সামাজিক কাজ করে মানু‌ষের পাশে থাকার চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন সচেতনতা মুলক কাজ থেকে শুরু করে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ দুস্থ মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। আগামী দিনগুলিতেও এইভাবেই তারা সমাজের পাশে থাকবেন।