|
---|
আজিজুর রহমান,পূর্ব বর্ধমান,গলসি : শিক্ষক দিবসে স্বেচ্ছায় রক্তদান করলেন এলাকার শিক্ষকরা শিক্ষিকারা। দিনটিকে স্মরনীয় করে রাখতে এই উদ্যোগে নিয়েছেন গলসি পশ্চিম চক্রের ৮৩ টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি শিক্ষক দিবসকে ঘিরে এদিন গলিগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। যেখানে স্কুলের বেশ কিছু ছাত্র ছাত্রী নাচ, গান ও কবিতা আবৃত্তি করে। এদিনের শিবিরে ৫০ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন। তাছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে সদ্য অবসর নেওয়া ৩ জন শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক দিবসের দিনে এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই। অনুষ্ঠান মঞ্চ থেকে গলসি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেব কুমার ভক্ত জানান, করোনার জন্য দুই বছর পড়াশোনার ঘাটতি হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পুরন করতে হবে। তিনি জানিয়েছেন, রক্তদান জীবন দানের সমান। আজকের দিন শিক্ষকদের এমন উদ্দ্যোগ খুবই প্রশংসনীয়।