|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের দুটি গ্রামে বোমা উদ্ধার করলো গলসি থানার পুলিশ। ব্লকের পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রামে জাড় ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ। ওই গ্রামের একটি খামারে মধ্যে ঘি এর জারের উদ্ধার হয় বেশকিছু তাজা বোমা। তাছাড়া শিড়রাই পঞ্চায়েতের শিড়রাই গ্রামের পশ্চিম পাড়ার আরও একটি খামারেও উদ্ধার হয় ঘি এর জাড় ভর্তি বেশকিছু বোমা। তারপরই রাত থেকে এলাকা ঘিরে রাখে গলসি থানার পুলিশ। খবর যায় সিআইডি বোম ডিস্পোজাল টিমের কাছে। সিআইডি বোম ডিস্পোজাল টিমের প্রতিনিধিরা এসে উদ্ধার হওয়া বোমাগুলি নির্জন জায়গায় পৃথক পৃথক ভাবে নিস্ক্রিয় করে। এলাকায় এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে বোমা উদ্ধার হওয়ার পর কিছুটা হলেও সস্তি ফিরেছে এলাকার মানুষদের মধ্যে। ঘটনায় তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।
ছবি :
উদ্ধার হওয়া বোমা নিস্ক্রিয় করা হচ্ছে।