|
---|
আজিজুর রহমান,গলসি : বকেয়া ৩১ শতাংশ ডিএ এবং ১০ দফা দাবীতে কর্ম বিরতি পালন করলেন গলসি ২ নং ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সরকারি কর্মচারীরা। পাশাপাশি এলাকার পঞ্চায়েত কর্মচারীরাও এদিন কর্মবিরতি পালন করেন বলে জানতে পারা গেছে। এদিন দুপুর দুটো থেকে কমবেশি চারটে প্রযন্ত তারা কর্মবিরতি পালন করেন। সংগঠনের নির্দেশ মতো সকলে বিডিও অফিসের বাইরে এসে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির শেষে আবারও কাজে যোগদেন কর্মচারীরা। তাদের দাবী, রাজ্য সরকার তাদের বর্ধিত ডিএ দিচ্ছে না। এরফলে তারা তাদের নায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া সারা রাজ্যজুড়ে আজ কর্ম বিরতি পালন করছেন তাদের মত সকল সরকারি কর্মচারীরা। তারাও সংঠগনের নির্দেশ মত কর্মবিরতি পালন করেছেন। তবে মানুষের কাজ বন্ধ রেখে নয়। তারা জানাই যাতে মানুষের হয়রানি না হয় তারজন্য এদিন দুপুরে পর তারা কর্মবিরতি পালন করেছেন।