| |
|---|
আজিজুর রহমান,গলসি : গলিগ্রাম সবুজ সংঘের সরস্বতী পুজো এবার ১৪ বছরে পদার্পন করলো। প্রতি বছরই ধর্মীয় রীতি মেনে ক্লাবের কনিষ্ঠ সদস্যরা ওই সরস্বতী পুজো করে আসছেন। প্রতিবারই তারা নিজেদের হাতের কলাকুশলীর কাজ তুলে ধরেন। তাদের এবারের থিম গ্রাম্য পরিবেশ। যেখানে বাঁশ, খড় দিয়ে পাঁচিলে ঘেরা একটি গ্রামের বাড়িকে তুলে ধরা হয়েছে। ভিতর ও বাইরের দেওয়ালে নিপুন শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সৌন্দর্য বাড়াতে রকমারি আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। ক্লাবের ক্ষুদেদের পনেরো কুড়ি দিনের পরিশ্রমে ওই নিপুণ শিল্প কলা ফুটে উঠেছে। কোবিড বিধির জন্য সরকারি সব রকম পোটোকল মেনেই তারা পুজো পরিচালনা করছেন। গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামেরও বেশ কিছু মানুষ ওই প্রতিমা দর্শন করতে আসছেন।


