গলসির তেঁতুলমুড়িতে ফুটবল খেলায় জয়ী সিমনোড়ি

আজিজুর রহমান, গলসি : তেতুলমুড়ি তরুন সংঘের পরিচালনায় ৪৩ তম কবি কাজী নজরুল স্মৃতি ট্রফি ২০২৩ এর সুচনা হল শুক্রবার। মোট বারোটি দলকে নিয়ে ওই খেলা শুভ সুচনা করা হয়। মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করেন গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা। এরপরই অতিথি বরন ও নজরুল মুর্তিতে মাল্যদান করা হয়। মাঠে ফুটবলে কিক মেরে খেলার সুচনা করেন গলসি ওসি দীপঙ্কর সরকার। এদিনের উদ্বোধনী ম্যাচে সিমনোড়ি মেঘা ট্রেডার্স ও কালনা রোড ফেন্সী ক্লাব মুখমুখি হয়। খেলার প্রথম অর্ধের ২০ ও ২৪ মিনিটে সিমনোড়ি খেলোয়াড় মহম্মদ ইসরাইল পরপর দুটি গোল করেন। আবার ২৭ মিনিটে রাকেশ মজুমদার তৃতীয় গোলটি করেন। প্রথম অর্ধে মোট তিনটি গোল করে সিমনোড়ী। দ্বিতীয় অর্ধে ৪৫ মিনিটে আবার মহম্মদ ইসরাইল একটি গোল করেন। ৫৫ মিনিটে সিমনোড়ির খেলোয়াড় রমেন হাঁসদা পঞ্চম গোল করেন। তবে বার বার সুযোগ পেয়ে গোল পরিশোধ করতে ব্যার্থ হয় কালনা। খেলায় সিমনোড়ি মেঘা ট্রেডার্স ৫ – ০ গোলে জয়লাভ করে। খেলার সেরা হন সিমনোড়ির খেলোয়াড় মহম্মদ ইসরাইল।