|
---|
এম এস ইসলাম,গলসি : জননেতা জাকির হোসেনের নেতৃত্বে মহামিছিল হলো বুদবুদ বাজারে । এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের অন্যতম বড় মিছিল পরিচালনা করলেন পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা গলসির অবিসংবাদিত নেতা জাকির হোসেন। এদিন তার ডাকে কুড়ি হাজারের বেশি মানুষ পথে নামে। মিছিলটি বুদবুদ থানা থেকে শুরু হয়ে বুদবুদ বাজারে শেষ হয়। সেখানেই একটি পথ সভা করা হয়। ব্লক এসসি ওবিসি ও ছাত্র পরিষদের ডাকে ওই মিছিল করেন তিনি। ব্লক সভাপতির পদ না থাকলেও যে মানুষ তার সাথে আছে তা তিনি ওই মিছিল করেই বুঝিয়ে দিলেন। এদিকে ২০১৯ সালে যখন বিজেপির লোকসভা আসন বৃদ্ধির কারণে তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নামতে ভয় পাচ্ছিল সেই সময় রাজ্যের অন্যতম বড় মিছিল করে তিনি জানান দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা পথই আছে। তারা বিজেপির চোখ রাঙানিকে ভয় পায়না। যে ভিডিওটি স্যোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল। এমনকি সেই মিছিলের ভিডিও খোদ অভিষেক ব্যানার্জ্জীর পেজ থেকে আপলোড করা হয়েছিল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ও জাকির হোসেনের জনসমর্থন যে অটুট আছে বারবার তিনি প্রমাণ করেছেন। তার যে কোন ডাকে হাজার হাজার মানুষ পথে নামতে কুন্ঠা বোধ করেন না। জাকির হোসেন বলেন, তিনি মা মাটি মানুষের একনিষ্ঠ সৈনিক। তার নেত্রী জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি ও যুব সমাজের আইডল অভিষেক ব্যানার্জি নেতৃত্বেই তিনি চলেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং অবিচারের বিরুদ্ধে তার এই মিছিল। মিছিলের জনসমুদ্র দেখে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জাকির। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রয়োজনে ও মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে জীবন বাজি রেখে কাজ করতে তারা পিছপা হবেন না। এদিনের মিছিল থেকে কর্মীদের গ্রামের বুথে বুথে পঞ্চায়েত ভোটের কাজ শুরু করার নির্দেশ দেন। গলসি এক এলাকার বেশির ভাগ তৃণমূল কংগ্রেসের প্রধান সহ এস সি ,ও বি সি ,টি এম সি পি ,জয়হিন্দ বাহিনীর নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।