গলসির উচ্চগ্রামে পরপর তিনটি মন্দিরে চুরি

আজিজুর রহমান : গলসির উচ্চগ্রামে পরপর তিনটি মন্দিরে চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পালপাড়ার দুটি মন্দিরে ও সাহাপাড়ার একটি মন্দিরে চুরি গেছে মন্দিরের বেশকিছু সোনা ও রুপোর অলঙ্কার সহ বিভিন্ন পুজোর সামগ্রী। স্থানীয়দের অনুমান তিনটি মন্দিরে চুরি যাওয়া সামগ্রীর মুল্য কম বেশি এক লক্ষ টাকা। জানা গেছে, গেল রাতে ওই চুরির ঘটনাটি ঘটেছে। সকাল হতেই গ্রামের মানুষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা অরুন লাহা জানিয়েছেন, পালপাড়ার ধর্মরাজ মন্দিরে ঠাকুরের দুটি সোনার চোখ, একটি রুপোর টিপ, একটি রুপোর বেলপাতা ও সাপ চুরি হয়েছে। ওর পাশেই বাঞ্ছাসিন্ধি ধর্মরাজ মন্দিরে চুরি গেছে রুপোর সিংহাসন, ছাতা ও পৈতে। তাছাড়া সাহাপাড়ার ধর্মরাজ মন্দিরে রুপোর ছাতা ও পৈতে চুরি হয়েছে। তিনি জানিয়েছেন, পাশের আরো একটি মন্দিরে তালা ভাঁঙা ছিল চোরের দল। তবে সেখানে কোন জিনিস চুরি হয়নি। এদিকে এমন ঘটনার জেরে ক্ষোভে ফেটে পরেন গ্রামের মানুষ। তাদের দাবী, মন্দিরের পুজোপাঠের জিনিস চুরির ঘটনা যে বা যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করুক। সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।