গলসিতে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ

আজিজুর রহমান, গলসি : গলসিতে উদ্বার হলো এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে পূর্ব বর্ধমানের গলসির বিক্রমপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। বয়স আনুমানিক ২৮ বছর। বাড়ি গরম্বা এলাকার দক্ষিন ভাষাপুর গ্রামে। স্থানীয়রা জানান, এদিন বিকেল নাগাদ বিক্রমপুরের কাছে দামোদর এর বাঁধে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ তার দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো ব্যাবস্থা করে। জানা গেছে, মৃত যুবকের বাড়িতে মা, বাবা, স্ত্রী ও পনেরো দিনের একটি সন্তান আছে। কিছুদিন আগে তার স্ত্রী বিক্রমপুরে আসেন। এদিন তিনি স্ত্রীকে দেখতে বিক্রমপুরে আসেন বলে জানতে পারা গেছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণে ওই দুর্ঘটনা। তবে কি কারনে ওই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।