|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি উদয়ন সংঘের পরিচালনায় নকআউট ফুটবল খেলার ফাইনাল হল রবিবার। যেখানে এলাকার আটটি দল অংশ গ্রহন করে। জানা গেছে, কাজল কুমার মন্ডল ও কাজল রায় স্মৃতি উদ্দ্যেশে ওই খেলার আয়োজন। প্রথমে অতিথি বরন ও পরে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করে ফাইনাল খেলার সুচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও সিদুকানুর মুর্তিতে মাল্যদান এবং গলসির প্রাক্তন খেলোয়াড় দের কে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের খেলায় ইউনাইটেড স্পোটিং ক্লাব গলসি ও পান্ডুয়া ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে ১মিনিটে গলসির খেলোয়াড় সেখ খেলন একটি গোল করেন। দ্বিতীয় অর্ধে ৩ ও ১৩ মিনিটে গলসির খেলোয়াড় সুব্রত কিসকু দুটি গোল করেন। খেলার ২২ মিনিটে সেখ খেলন পূনরাই একটি গোল করেন। খেলায় ইউনাইটেড স্পোটিং ক্লাব গলসি ৪ – ০ গোলে জয়লাভ করে। ম্যাচের সেরা হন গলসির খেলোয়াড় সেখ খেলন। এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুব্রত কিসকু। বিজয়ী দলকে বিজয়ী ট্রফি ও নগদ ৩০,০০০/- টাকা এবং বিজীত দলকে বিজীত ট্রফি ও নগদ ২৫,০০০/- টাকা প্রদান করা হয়। তাছাড়াও খেলোয়াড়দের আসা যাওয়ার খরচ প্রদান করা হয়।